শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মনসুর আলী (৪৫) নামে হোটেলের এক বাবুর্চির নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই হাটুভাঙ্গা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

মনসুর আলী গোড়াই ইউনিয়নের উত্তর নাজির পাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে মনসুর আলী মহাসড়কের গোড়াই হাটুভাঙ্গা সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আইনী পক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের বিষয়টি গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -