নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে কাভার্ড ভ্যানের চাপায় মা নিহত ও শিশু মেয়ে গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬মে) সকাল এগারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিউলী বেগম (৪০) উপজেলার আনাইতারা ইউনিয়নের মামুদপুর গ্রামের সুলতান মিয়ার স্ত্রী। আহত মেয়ে সুমনাকে (১০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মা-মেয়ে মহাসড়কের ওইস্থানে পারাপারের সময় পৌছালে উত্তরবঙ্গগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান (ট ১১-৫৯৮৪) তাদের চাপাদিলে ঘটনাস্থলেই মা নিহত ও মেয়ে আহত হয়। আশপাশের লোকজন এসে আহত মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার জানান, ঘাতক কাভার্ডভ্যান আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। আইনী পক্রিয়া শেষে নিহততের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।