নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে “পরিবার, সমাজ ও রাষ্ট্রে বোঝা নই কর্মদক্ষ, স্বাবলম্বী মানুষ হই” এই শ্লোগানকে সামনে রেখে হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মশালা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, হিজড়া রত্না সহ অনেকে।