রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে ১৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মির্জাপুরে ১৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ১৫০ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীসহ ২ জনকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার এস আই সোহেল কুদ্দুস ও এএসআই সালাউদ্দিন প্রধান এ অভিযান পরিচালনা করে মাদকসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলার পৌর সদরের বাইমহাটি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ লুৎফর রহমান (২২) ও পুষ্টকামুরী গ্রামের রুবেল মিয়ার স্ত্রী মলিনা বেগম (২৬)।

গ্রেফতারকৃতরা পৌরসভার কুমারজানি গ্রামের মোঃ শাহজাহান মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলো বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মির্জাপুর থানার এস আই সোহেল কুদ্দুস’র সাথে কথা হলে তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -