শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৮ জুলাই যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভায় মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামীম আল মামুনকে আহ্বায়ক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম ও মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবিদ হোসেন শান্তকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্যের এই কমিটির অনুমোদন দেয়া হয়।

শুক্রবার সকালে যুবলীগের কেন্দ্রীয়কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. বজলুর রশীদ চৌধুরী স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি প্রকাশ করা হয় বলে কমিটির আহ্বায়ক শামীম আল মামুন নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -