টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রেসক্লাব মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র মো. শহিদুর রহমান শহীদ, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, তৌফিকুর রহমান তালুকদার রাজীব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ মিঞা, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. শরিফুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন। এর আগে দোয়া পরিচালনা করেন উপজেলা টেকনিশিয়ান শাহ আলম শিকদার।