বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
Homeজাতীয়মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে হত্যার হুমকি

মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে হত্যার হুমকি

সংবাদ প্রকাশ করায় মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম এরশাদকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

রোববার রাত নয়টার দিকে মাদক ব্যবসায়ী পোষ্টকামুরী গ্রামের মৃত তারা মিয়ার ছেলে শহিদুল ইসলাম দোলন (৪২) মির্জাপুর উপজেলা সদরের কালিবাড়ি রোডস্থ জনপ্রিয় ভাণ্ডারের সামনে জনসম্মুখে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। এসময় স্থানীয় লোকজন দোলনকে ফিরিয়ে দেন। এ ঘটনায় সাংবাদিক এরশাদ রাতেই মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গত ১১ মার্চ রাতে টাঙ্গাইল র‌্যাব ১২ সদস্যরা মির্জাপুরে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম দোলন ও মোজ্জাম্মেল হোসেনকে ১৩৫ পিস ইয়াবা ও ১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। সংবাদটি ১২ মার্চ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে প্রকাশ হয়। সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এরশাদকে হত্যার হুমকি দেয়।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিনের সঙ্গে কথা হলে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -