মির্জাপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার মির্জাপুর সাংবাদিক সংস্থার সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
বৃহস্পতিবার রাতে মির্জাপুর সাংবাদিক সংস্থা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর সাংবাদিক সংস্থার সহ-সভাপতি সাংবাদিক মো. কাইয়ুম মিয়া। সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক রাব্বি ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মো. শামীম মিয়া, সদস্য সাইফুল ইসলাম, সদস্য বছির উদ্দিন ও নাজিম উদ্দিন।
এ ছাড়া জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা আমির ইয়াহইয়া খান মারুফ, সাধারণ সম্পাদক আবুল কাশেম মৃধা, আইটি সম্পাদক শেখ ইসমাইল হোসাইনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
