টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা জামিন পেয়েছেন। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় তাকে আজ বৃহস্পতিবার জামিন দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিচারপতি মোহাম্মদ মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি আ ন ম বশিরউল্লাহ ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
এমপি রানার পক্ষে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যটর্নী জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন।
তবে একেএম মনিরুজ্জামান কবির জানিয়েছেন, হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করতে আপিল বিভাগে আবেদন করা হবে।