শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Homeআন্তর্জাতিকমুরাদনগরে মার্কিন দূতাবাসের কৃষি কার্যক্রম পরিদর্শন

মুরাদনগরে মার্কিন দূতাবাসের কৃষি কার্যক্রম পরিদর্শন

মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় কৃষি কার্যক্রম পরিদর্শন করেন। গতকাল সোমবার দুপুরে প্রতিনিধি দলের প্রধান সারাহ জেলেস্কি ও তানভির আহমেদ উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

পরবর্তীতে, কৃষিবিদ পাভেল খান পাপ্পুর সহায়তায় ও উপ সহকারী কৃষি অফিসার
রিপন মিয়া,মাইনুল হাফিজ বিজয়, টুম্পা দাস ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিততে উপজেলার বি-চাপিতলা ব্লকে কৃষক সভায় অংশগ্রহণ করেন তারা। কৃষকের সরিষা, গম ও তিশির জমি পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের প্রধান সারাহ জেলেস্কি জানান, আশানুরূপ ফসল উৎপাদিত হচ্ছে। মানুষের দোরগোড়ায় কৃষিসেবা ও মাঠবৈঠকে সমস্যা নিয়ে আলোচনায় সমাধান পাচ্ছে। এখানে ভবিষ্যতে আরো ভালো সাফল্য আসবে বলে আমরা আশা করতে পারি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -