সিরাজগঞ্জের তাড়াশে বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে না পেয়ে ছেলে সাইম হোসেন (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইম হোসেন ওই গ্রামের মো.আব্দুল হাকিমের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম জানান, পরিবারের কাছে মোটরসাইকেলের বায়না ধরে সাইম হোসেন তা না পেয়ে অভিমানে নিজঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তাড়াশ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।