চট্টগ্রামে দুই কিশোরীকে গণধর্ষণের মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা দুই কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (২৩ সেপ্টেম্বর) রাতে নগরীর রিয়াজ উদ্দিন বাজারের জলসা মার্কেটে মোবাইল চুরির অভিযোগে পোশাক শ্রমিক দুই কিশোরীকে ডেকে পাঠায় স্থানীয় কয়েকজন যুবক। পরে সেখানে গেলে তাদের গণধর্ষণ করা হয়। পরে ধর্ষণের শিকার ২ কিশোরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
এ ঘটনায় নির্যাতিতা এক কিশোরীর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত বাকি দু’জনকে গ্রেফতারেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহসিন বলেন, এ ঘটনায় জড়িত আটজনের মধ্যে ৬ জনকে আটক করা হয়। যারা সরাসরি এ ঘটনার সঙ্গে জড়িত।