ময়মনসিংহ বিভাগে নতুন করে আরো ৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলার ৫২ জন, জামালপুরের ২১, শেরপুরের সাতজন ও নেত্রকোনার তিনজন রয়েছেন। ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবুল কাশেম গতকাল শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।
আবুল কাশেম জানান, ময়মনসিংহে নতুন করে আক্রান্ত ৫২ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালেরই ১৫ জন রয়েছেন। এ ছাড়া ভালুকা উপজেলার ১২ জন, ফুলপুর উপজেলার ১০, ত্রিশাল উপজেলার পাঁচজন, সদর উপজেলার চারজন, ফুলবাড়ীয়া উপজেলার তিনজন, নান্দাইল উপজেলার দুজন ও মুক্তাগাছা উপজেলার একজন রয়েছেন।
জামালপুরে নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে সদর উপজেলার ১০ জন, দেওয়ানগঞ্জ উপজেলার পাঁচজন, ইসলামপুর উপজেলার দুজন, মেলান্দহ উপজেলার তিনজন ও মাদারগঞ্জ উপজেলার একজন রয়েছেন।
শেরপুরে নতুন আক্রান্ত সাতজনের মধ্যে ঝিনাইগাতী উপজেলার চারজন ও সদর উপজেলার তিনজন রয়েছেন।
এ ছাড়া নেত্রকোনায় নতুন আক্রান্ত তিনজনের মধ্যে সদর উপজেলার দুজন ও কেন্দুয়া উপজেলার একজন রয়েছেন।
এ নিয়ে ময়মনসিংহ বিভাগে মোট এক হাজার ৭৯০ জনের মধ্যে করোনা শনাক্ত করা হলো। এর মধ্যে ময়মনসিংহ জেলার ৯০২ জন, জামালপুরের ৪০৬, নেত্রকোনার ৩২২ ও শেরপুরের ১৬০ জন রয়েছ।
এদিকে, ময়মনসিংহ বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ১৮ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলার ৯ জন, জামালপুরের চারজন, নেত্রকোনার তিনজন ও শেরপুরের দুজন রয়েছেন।
অন্যদিকে, গতকাল শুক্রবার করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন। এ নিয়ে চার জেলায় সুস্থ হলো ৬৬০ জন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।