মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাযমুনা চরের শীতার্তরা পেল সেনাবাহিনীর কম্বল

যমুনা চরের শীতার্তরা পেল সেনাবাহিনীর কম্বল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। রবিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জন শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

১৯ পদাতিক ডিভিশন ৯৮ কম্পোজিট ব্রিগ্রেডের ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম, এসইউপি, পিপিএমএস, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- লে. কর্নেল মুহাম্মদ রাশেদুল ইসলাম, এসজিপি, পিএসসি, জি প্লাস, ক্যাপ্টেন এ এস এম মেহেদী হাসানসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।শীতবস্ত্র পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় লোকজন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -