বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাযাবজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১২ বছর পর গ্রেফতার

যাবজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১২ বছর পর গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ১২ বছর পর উপজেলার দুল্যা বেগম বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামি উপজেলার রহিতপুর গ্রামের সমেজ উদ্দিনের ছেলে কামরুল ইসলামকে (৩৫) ।

এ ব্যাপারে মির্জাপুর থানার এসআই শফিকুল আলম বলেন, গোপনে সংবাদ পেয়ে পুলিশের একটি দল উপজেলার দুল্যা বেগম বাজারে অভিযান চালায়। এ সময় পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুল হোসেনকে গ্রেফতার করে। কামরুল ইসলামের বিরুদ্ধে ২০০৬ সালে স্ত্রীকে হত্যার দায়ে মামলা হয়। পরে মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এরপর থেকে তিনি আত্মগোপন ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -