শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
Homeবিনোদনযে ভাবে ফিগার মেনটেন করেন মোনালিসা?

যে ভাবে ফিগার মেনটেন করেন মোনালিসা?

‘ঝুমা বৌদি’কে তো আপনারা চেনেন। সৌজন্যে ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ সিজন টু। ঝুমা বৌদি ওরফে মোনালিসাকে এই ওয়েব সিরিজে নতুন লুকে দেখেছেন দর্শক। কিন্তু তাঁর সঙ্গে সিনে পর্দায় পরিচয় অনেক আগে থেকেই।

বাঙালি মেয়ে অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা টলিউড এবং বলিউডে বেশ কিছু কাজ করেছেন। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁর জনপ্রিয়তা অনেক বেশি। রিয়ালিটি শো ‘বিগ বস’-এও তিনি নজর কেড়েছিলেন। নাচের মঞ্চ হোক বা অভিনয়— সব ক্ষেত্রেই মোনালিসার আকর্ষণীয় চেহারা নিয়ে আলোচনা হয়। কী করে তিনি ফিগার মেনটেন করেন, তাও অনেকে জানতে চেয়েছেন। এর পিছনে আসল রহস্য কী, তা সদ্য মোনালিসা শেয়ার করেছেন ওয়েব ওয়ালে।

মোনা জানিয়েছেন, নিয়মিত যোগাভ্যাস মোনালিসার পছন্দের। তিনি এ ভাবেই শরীরের যত্ন নেন। ডায়েট তো বটেই, তার থেকেও বেশি নিয়ম করে শরীরচর্চার ওপর জোর দেন অভিনেত্রী। তাঁর বার্তা, ‘শরীরের যত্ন নিন। এই একটা মাত্র জায়গা যেখানে আপনি বাঁচতে পারবেন।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -