রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওঁ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ মাদক বিরোধী অভিযানে আঃ রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আঃ রহমান ওই গ্রামের মৃত বারেক আলীর ছেলে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।
রাণীশংকৈল থানা ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজ টাঙ্গাইলকে বলেন- গাজাসহ মাদক ব্যবসায়ী আঃ রহমানকে গ্রেফতার করে বুধবার সকালে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।