সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলারোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর কমিটি নির্বাচন

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর কমিটি নির্বাচন

 

 

 

 

সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ছাত্রদের সংগঠন রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী’র কমিটি গঠন করা হয়েছে। ২ মে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার রুমে এক বছরের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যদের ভোটে সভাপতি পদে এস এইচ সোহাগ এবং সাধারন সম্পাদক পদে আশরাফুল ইসলাম নির্বাচিত করে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এক্স রোটার্রাক্টর ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হারুন অর রশিদ। এসময় অন্যদের মধ্যে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এক্স রোটার্রাক্টর কানিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ক্লাবের বর্তমান সভাপতি তাহমিদুল ইসলাম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন, আগামী ১ জুলাই নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে।

 

 

 

 

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -