চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর একটি বিজ্ঞাপনের মডেল হলেন এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বিজ্ঞাপনের শুটিংয়ের প্রয়োজনে বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন তিনি। আর শুটিংয়ের ফাঁকে লন্ডনের বিভিন্ন স্থান ঘুরে দেখছেন মেহজাবিন।
মেহজাবিন,২২সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেইসব আনন্দঘন কিছু মুহুর্ত শেয়ার করলেন মেহজাবিন নিজেই। এরপর কমেন্ট বক্সে আসতে থাকে নানা মন্তব্য। মোরশেদ আহমেদ নামে একজন লিখেছেন, ‘তোমাকে অনেক সুন্দর লাগছে, আর স্থানটাও অনেক সুন্দর।’ সোহান রহমান নামে আরেকজন লিখেছেন, ‘ওয়াও নাইস প্লেস।’
মেহজাবিন১ওমর ফারুক নামে আরেকজন লিখেছেন, ‘ক্রাস, ভালোবাসা অবিরাম মেহু আপু। দোআ করি সামনে আরও ভালো কিছু করে আমাদের মতো সাধারণ মানুষদের উপহার দেবেন। বেস্ট অব লাক।’
মেহজাবিন,,১১সিটি গ্রুপের পণ্য বেঙ্গল টির জন্য করা ওই বিজ্ঞাপনে মডেল হয়েছেন মেহজাবিন। আর তার কাজেই এখন লন্ডনে রয়েছেন এ অভিনেত্রী।বিজ্ঞাপনটিতে মেহজাবিনের সঙ্গে ব্রিটিশ এক নারীকে দেখা যাবে। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত এই বিজ্ঞাপনটির চিত্রনাট্যের কাজ করেছে পিংক অ্যাডভারটাইজিং।মেহজাবিন,১২
ছবি : মেহজাবিনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সংগৃহীত।