শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Homeবিনোদন‘শরীর ভ্রান্তিবিলাস ছাড়া আর কিছু না’

‘শরীর ভ্রান্তিবিলাস ছাড়া আর কিছু না’

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সোনাক্ষী সিনহা, যিনি শরীরজনিত কারণে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রান্ত হন। জনপ্রিয় এ তারকা বলেছেন, একজন মানুষের চেহারার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আছে এবং শারীরিক চেহারা ভ্রান্তিবিলাস ছাড়া আর কিছু নয়।

বিগ এফএম-এর সঙ্গে আলাপকালে সোনাক্ষী বলেন, ‘আমি মুদ্রার দুই পিঠ দেখা মানুষ। আমি অতিরিক্ত ওজন নিয়ে বেড়ে উঠেছি। এটা কখনোই আমার কাছে সমস্যা ছিল না। কখনো ভাবিনি, আমি কত মোটা এবং কত কিলো আমাকে কমাতে হবে, কিন্তু মানুষ এসব নিয়ে আমাকে বলত।’

দাবাং অভিনেত্রী বলেন, ‘দক্ষতা ও গুণের সঙ্গে তুলনামূলক বিচারে ওজন-চেহারা খুবই ক্ষুদ্র জিনিশ। আমি অন্য দিকে দৃষ্টি দিই, যেখানে আমি ভালো। এ কারণে আমি কখনোই ওজন কমানো নিয়ে চাপ অনুভব করি না।’

৩১ বছর বয়সী সোনাক্ষী বলেন, তিনি যদি ওজন কমিয়েও অভিনয়ে আসতেন, তবু তার স্বাস্থ্যবতী বডি ইমেজ থাকত। ছোটবেলায় ফ্যাশন ম্যাগাজিনে চিকন মডেলদের দেখে তিনিও চাইতেন ওদের মতো হবেন। ‘কিন্তু শরীর একটি বিভ্রম ছাড়া আর কিছু না। এটা অবাস্তব’, যোগ করেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -