নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলে শান্তি পূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পযন্ত এই পরীক্ষা চলে। টাঙ্গাইল জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৯৯৩ জন। এর মধ্যে এসএসসি ৪২ হাজার ৬৪৫ জন, দাখিল ৬ হাজার ৩৯ জন এবং কারিগরী শিক্ষায় ১২হাজার ১০৯জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। জেলার ১২টি উপজেলায় মোট কেন্দ্র সংখ্যা ৭০টি এবং ভেন্যু ৮৬টি।
টাঙ্গাইল জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন জানিয়েছেন, পরীক্ষা নিয়ে সারা দেশে নানা উৎকন্ঠা থাকলেও সকলের সহযোগিতায় টাঙ্গাইলে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও প্রশ্ন ফাঁস রোধে জেলার সকল কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এর পরেও কোন কোচিং খোলা রাখলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।