ইমাম হাসান সোহান, ধনবাড়ী: এসইএফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশু প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ২ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে শাহীন স্কুল ধনবাড়ী শাখা প্রাঙ্গণে ।
তিন শত শিক্ষার্থীর অধিক প্রতিযোগী এবারের শিশু প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে । হাজারের অধিক অভিবাবক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন শাহীন স্কুল ধনবাড়ী শাখার সুযোগ্য পরিচালক ওমর ফারুক স্যার এর রোকনুজ্জামান স্যার । এসময় শাহীন স্কুল ধনবাড়ী শাখার সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) এবং প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন । পুরষ্কার বিতরণ শেষে শিক্ষার্থীরা রঙিন সাজে সজ্জিত হয়ে নানা রকম নাচ পরিবেশন করে । শিশুদের একক এবং দলীয় নৃত্য পরিবেশনা দেখে উপস্থিত সকল অভিবাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথি ভূয়সি প্রশংসা করেন ।
শাহীন স্কুল ধনবাড়ী শাখার পরিচালক ওমর ফারুক স্যার বলেন, শিশুদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করে পুরষ্কার বিতরণ এর ব্যবস্থা করলে শিশুদের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার আগ্রহ তৈরি হয় । শাহীন স্কুল শিক্ষা পরিবার লেখাপড়ার পাশাপাশি শিশুদের জন্য সুস্থ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখবে ।