বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
Homeবিনোদনশাহ আলম সানির কথায় গাইলেন শামীম আশিক

শাহ আলম সানির কথায় গাইলেন শামীম আশিক

বিনোদন ডেস্ক: একজন বেকার ছেলের কষ্টের কথাগুলো গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তরুণ প্রজন্মের গীতিকার শাহ আলম সানি।

গানের কথাগুলো হৃদয়ে দাগ কাটার মত। গানের শিরোনাম বেকার ছেলে। গানের কথায় সুর, সংগীত, কন্ঠ দিয়েছেন শামীম আশিক। শামীম আশিক বলেন, গানের কথাগুলো একজন বেকার ছেলের আর্তনাদ। বেকার ছেলে গানটি বেঁচে থাকার মত একটি গান। এমন কথার গান সহজে খুঁজে পাওয়া যায় না।

গান সম্পর্কে গীতিকার শাহ আলম সানি বলেন, আমিও মূলত একজন বেকার। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এই গানটি লেখা। গান লিখি মূলত শখের বশে।

শাহ আলম সানি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। শাহ আলম সানির লেখা গানে আরো কন্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেলাল খানসহ রুবেল রহমান, মাসুদ টুটুল, এডি শহীদ, জিয়া ও আরো অনেকে। বেকার ছেলে গানটি সম্প্রতি রিলিজ হয়েছে শামীম আশিক ইউটিউব চ্যানেল থেকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -