নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যায়নরত শিক্ষার্থীদের যোগ্য মানুষ হয়ে জনকল্যাণকর কাজে নিবেদন করার আহবান জানান টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ।
বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি) বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার । অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, প্রতিষ্ঠান পর্যায়ে এইরকম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির সহায়ক।
তিনি ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, আমার ছাত্রজীবনে স্কুলে বার্ষিক অনুষ্ঠান হবে তার আগাম প্রস্তুতি ও মনে মনে নানা আয়োজন থাকত। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হওয়ার আহ্বান করেন।
শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা করার সুযোগ পায় এবং মাদকে জড়িয়ে না পড়ে । বালিকা উচ্চ বিদ্যালয়ে হিসেবে একটি ছড়া বলেন এবং নারী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের একটি ধাঁধাঁ দিয়ে স্বাধীন- সার্বভৌম দেশের প্রতি সম্মান ও মমত্ববোধ তুলে ধরেন।
সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (সভাপতি) উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান আনম প্রমূখ।