এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক হলে শিশু শিক্ষার্থী শিহাব (১২) রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সখীপুর উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে শিহাবের মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সখীপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুরের সভাপতিত্বে শিশু শিহাবের বাবা ইলিয়াস হোসেন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সজিব আহমেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক, শরিফুল ইসলাম শরিফ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আল মামুন প্রমুখ বক্তব্য দেন।
এ সময় শিহাবের মাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ জুন টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাবের রহস্যজনক মৃত্যু হয়। স্কুলের শিক্ষকরা জানান, স্কুলের আবাসিকের বাথরুমে ঝুলন্ত অবস্থায় শিহাবকে দেখার পর সেখান থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিন্তু শিহাবের পরিবারের দাবি- শিহাবকে হত্যা করা হয়েছে।