বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের আত্মার মাগফেরাত এবং গুরুতর আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী মোনাজাত কর্মসূচি দিয়েছে ২০ দলীয় জোট।
আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান, বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
প্রসঙ্গত, সাগরে নিম্নচাপের প্রভাবে গত সোমবার রাতে অতিবৃষ্টি শুরুর পর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় ধসে বহু হতাহতের ঘটনা ঘটে।
সোমবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত দেড়শতাধিক মরদেহ উদ্ধারের খবর দেয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।