বিশ্বকাপে সর্বোচ্চ ট্রফি তাদের ঝুলিতে। পাঁচবার জিতে ইতোমধ্যে অনেকের ধরাছোঁয়ার বাইরে তারা। এবারও রাশিয়ায় এসেছে বিশ্বকাপ জিততে। দলের মূল খেলোয়াড় নেইমার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন প্রতিনিয়ত। কিন্তু দলের মিডফিল্ডের অন্যতম প্রধান কাণ্ডারি কাসেমিরো জানালেন, শুধু নেইমারের ওপর নির্ভরশীল নয় ব্রাজিল।
দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। যারা গ্রুপ পর্বে জার্মানিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে এসেছে তাদের বিপক্ষে জয়টা সহজ হবে না সেলেসাওদের। নেইমার প্রসঙ্গে কাসেমিরো বলেন, ‘ফুটবলে সবসময় এক বা দুইজন খেলোয়াড়কে নিয়েই কথা হয়। অবশ্যই নেইমার আমাদের অন্যতম সেরা খেলোয়াড় কিন্তু আপনার যদি ভালো দল না থাকে তাহলে আপনি এখানে কিছুই জিততে পারবেন না।’
রোমারিও, পেলেদের কথা স্মরণ করে ২৬ বছর বয়সী এই রিয়াল তারকা বলেন, ‘আমাদের অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও রয়েছে। আমাদের পেলে, রোমারিও, রোনালদোরাও ছিল কিন্তু পুরো গ্রুপকে ভালো হতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো, ১১ জন খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ।’
মেক্সিকোর বিপক্ষে ম্যাচ নিয়ে কাসেমিরো বলেন, ‘লাতিনদের বিপক্ষে মেক্সিকোর পারফরম্যান্স বেশি ভালো না। তারা যদি এ রকমভাবেই আমাদের সঙ্গে খেলে তাহলে ব্রাজিলের জন্যেই ভালো। তাদের কোচ অনেক স্মার্ট। তারা ডিফেন্সিভ খেলাটাকে পছন্দ করে না। সাও পাওলোতে তার সম্পর্কে অনেক কথা শুনেছি। সে একজন ভালো কোচ।’