বুধবার, নভেম্বর ৬, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরশেখ ফজিলাতুন্নেছা মুজিব জন্ম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি

শেখ ফজিলাতুন্নেছা মুজিব জন্ম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি

নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে শহরের শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, শহর আওয়ামী লীগের সাধারণ এম এ রৌফ প্রসুখ। র‌্যালি ও আলোচনা সভায় ছাত্রলীগ, যুব লীগ, মহিলা লীগ, তাতী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -