বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ময়মনসিংহ জেলার গফরগাঁয়ের সাবেক সংসদ সদস্য অসুস্থ এমএ হাশেম ও প্রখ্যাত সংগীতশিল্পী আব্দুল জব্বারের শয্যাপাশে বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন এই দুইজনকে দেখতে যান তিনি।
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম সাবেক সংসদ সদস্য অসুস্থ এম এ হাশেমের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। তিনি সাবেক এমপি হাশেমের পরিবারের সাথেও কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী একই হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত সংগীত শিল্পী আব্দুল জব্বারের স্বাস্থ্যেরও খোঁজ-খবর নেন।