খোরশেদ আলম (৫০)। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তণখোলা মধ্যপাড়া গ্রামের মৃত রমেজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর। খোরশেদ আলমের বাঁচার স্বপ্ন এখন শুধুই ফিকে হয়ে আছে। ২০১৬ সাল থেকে তিনি অন্ডকোষ ক্যান্সারে ভুগছেন। তাঁর সামনের পথ শুধুই অন্ধকার। সখীপুর আল-ইহসান হাসপাতাল, ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে বার বার টেস্ট করতে গিয়েই তার জীবনের উপার্জিত সমস্ত অর্থই খরচ করে ফেলেছেন। স্ত্রী পরের বাড়ি কাজ করে যা সামান্য অর্থ পান তা দিয়ে কোন রকম ব্যথার ওষুধ হিসেবে প্যারাসিটামল আর নাপা কিনে খান। একমাত্র সন্তান বিয়ে করে পৃথক থাকছেন। বিনা চিকিৎসায় বাড়িতে শুয়ে ব্যথায় আত্মচিৎকারে জীবনের সাথে যুদ্ধ করছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, খোরশেদ আলমের চিকিৎসা দ্রুত করতে হবে। এ জন্য প্রয়োজন বড় অংকের টাকা। কিন্তু দরিদ্র ওই পরিবারের পক্ষে এ টাকা যোগান দেওয়া অসম্ভব। সরেজমিন টাঙ্গাইলের অন্যতম অনলাইন সংবাদ মাধ্যম “নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু ও প্রকাশক সজল আহমেদ অন্ডকোষ ক্যান্সারে আক্রান্ত খোরশেদ আলমকে দেখতে জান। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থী, প্রবাসী, সমাজের বৃত্তবান দাতা ব্যক্তি ও সামাজিক বিভিন্ন সংগঠনের আর্থিক সাহায্য কামনা করেন। আমার আপনার সকলের সহযোগিতায়ই খোরশেদ আলম বাঁচতে চান। তাকে বাঁচাতে এগিয়ে আসুন আমরা সম্মিলিত উদ্যোগ নেই।
সাহায্য পাঠাবার বিকাশ নম্বর : নিউজ টাঙ্গাইল- ০১৭৩৭-৭২৯৪২৩