নাছিরুল ইসলাম: টাঙ্গাইলের সখীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে চতলবাইদ হাজি হাতেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে দিন ব্যাপী শিশুদের চিত্রাঙ্কন ,রচনা প্রতিযোগিতা, কাঙ্গালি ভোজ, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম ইব্রাহীমের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সাখাওয়াত হোসেন প্রমুখ। বক্তরা জাতীয় শোক দিবসের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের মাঝে খোলামেলা আলোচনা করেন।