আনোয়ার পাশা: টাঙ্গাইলের সখীপুরের চারিবাইদা এলাকায় শতাধিক অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দিবসব্যাপী বাড়ি বাড়ি গিয়ে এসব বিতরণ করা হয়।
জানা যায়, চারিবাইদা বাজার সমিতি, একতা সমিতি, বাসন্তী বন্ধন ক্লাব এবং যুব সমাজের উদ্যোগে ৫কেজি ময়দা, ১কেজি ডাল, ১কেজি পেঁয়াজ, ১কেজি আলু, সরিষার তৈল, সাবান দেওয়া হয়।
এ সময় উপস্তিত ছিলেন, বাজার সমিতির সভাপতি মোঃ রুবেল আাহম্মেদ, সম্পাদক মোঃ সবুজ সিকদার, বাসন্তী বন্ধন ক্লাবের সভাপতি মোঃ হাবিবুল্লাহ্ বাহার লিটন, সম্পাদক মোঃ শহিদুল সিকদার, সাইদুর, আরিফ সিকদার প্রমুখ ।