এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরের মুন্সিগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদ্রাসার আইসিটি শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলামকে বাংলাদেশ সেরা কন্টেন্ট নির্মাতা মনোনিত করা হয়েছে। গত ২৪ নভেম্বর মাল্টিমিডিয়া ক্লাসে মাননীয় প্রধানমন্ত্রীর একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প কর্তৃপক্ষ তাকে এ পদে মনোনিত করেন। মোহাম্মদ শহিদুল ইসলাম ২০১০ সালে কাকড়াজান ইউনিয়নের মুন্সিগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদ্রাসার আইসিটি শিক্ষক হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি বড়চওনা টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ওই ইউনিয়নের বড়চওনা গ্রামের মৃত হাকিম উদ্দিন হাজীর ছেলে।
প্রতিষ্ঠানের সভাপতি, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল বলেন, শহিদুল ইসলাম বাংলাদেশ সেরা কন্টেন্ট নির্মাতা মনোনিত হয়ে শুধু প্রতিষ্ঠানের নয় সারা সখীপুরের সুনাম বয়ে এনেছেন। তিনি তাঁর সুস্বাস্থ্যতা কামনা করেন।