এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বসতবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে উপজেলার ইছাদীঘি গ্রামের আতিয়া পাড়া গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনেন। এতে নগদ ২ লক্ষ টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে পরিবারের লোকজন জানান। বৈদ্যতিক শর্টসার্টিক থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।
ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হঠাৎ করেই বৈদ্যতিক শর্টসার্কিট থেকে বসঘরে আগুন লাগে। এতে উপজেলার ইছাদিঘী গ্রামের মৃত নূর হোসেন তালুকদারের ছেলে শহিদ তালুকদারের বসত বাড়িতে থাকা ব্যাংক থেকে লোন করা নগদ ২লক্ষ নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।
সখীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ঘন্টা খানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।