এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে অগ্রণী ব্যাংকের সখীপুর সদর শাখা সোমবার দুপুরে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কৃষি ঋণ বিতরণ ও খেলাপী ঋণ আদায় সমাবেশের আয়োজন করে। ব্যাংক শাখা ব্যাবস্থাপক মোহাম্মদ এবাদত হোসেনের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের টাঙ্গাইল জেলার উপ-ব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান মাহফুজুর রহমান মিঞা ও বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক টাঙ্গাইল আঞ্চলিক অফিসের এসপিও লুৎফর রহমান। কৃষক সমাবেশে সখীপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।