মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeজাতীয়সখীপুরে অবাধে নিষিদ্ধ পলিথিন বিক্রি; হুমকিতে জনস্বাস্থ্য

সখীপুরে অবাধে নিষিদ্ধ পলিথিন বিক্রি; হুমকিতে জনস্বাস্থ্য

 

এম সাইফুল ইসলাম শাফলু :

টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিভিন্ন হাট- বাজারে অবাধে বিক্রি হচ্ছে ব্যবহারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। পলিথিন ব্যবহারকারী মানুষের ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হবার আশঙ্কা থাকে। মারাত্বক ক্ষতিকর এ পলিথিন ব্যবহার বন্ধে প্রশাসনের নজরদারির অভাব রয়েছে বলে সচেতন মহল মনে করছেন।

সরেজমিন উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, চাল-ডাল, মরিচ, হলুদ, চিনি, ময়দা, মাছ, কাচা বাজারে সবজিসহ বিভিন্ন পণ্য আনা-নেওয়ার কাজে অবাধে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর এ নিষিদ্ধ পলিথিন ।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক হাট-বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারীভাবে পলিথিন বিক্রি বন্ধ হলে হাট-বাজারে এগুলোর ব্যবহার এমনিতেই বন্ধ হয়ে যাবে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ পলিথিন ব্যবহার বন্ধে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের নজরদারির অভাবে হাট-বাজারে অবাধে নিষিদ্ধ পলিথিন ব্যবহার হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. রাফিউল করিম খান বলেন, পলিথিন ব্যবহারে পরিবেশের ভারসাম্যতা নষ্ট হয়। এটি ব্যবহারে মানবদেহে ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী বলেন, আইনী জটিলতার কারনে নিষিদ্ধ পলিথিন বন্ধে কোন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। আদালত আগামী ২ জুলাই পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুমতি দিয়েছেন। অচিরেই পলিথিন ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -