সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা করার প্রতিবাদে মানববন্ধন

সখীপুরে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা করার প্রতিবাদে মানববন্ধন

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়ম করে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানোর প্রতিবাদে এবং নির্ধারিত স্থানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের “মুখতার ফোয়ারা চত্ত্বরে” উপজেলা মুক্তিযোদ্ধারা (একাংশ) এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন শেষে কাদেরিয়া বাহিনী’র সহকারী বেসামরিক প্রধান হামিদুল হক বীরপ্রতীকের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বিএসসি, মো. আবদুল্লাহ মিঞা, আতাউর রহমান, গোলাম মোস্তফা, আবদুল হাই প্রমুখ বক্তব্য দেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪ শতাধিক মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং সখীপুর প্রেসক্লাব বরাবর স্বারকলিপি প্রদান করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -