সজল অাহমেদ: সখীপুরে অসহায় এতিম ছাত্রদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে “মানব সেবায় বন্ধু মহল” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার সকালে টাঙ্গাইলের সখীপুরের গড়বাড়ি বাজার এবং কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন কউমি মাদ্রাসায় এই ঈদ পোশাক বিতরণ করা হয়।
ঈদ পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাদক্ষ ইলিয়াস অাহম্মেদ, সিনিয়র সদস্য ওমর ফারুক তানজিলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা ইউছুফ চৌধুরী বলেন, সমাজের অসহায় এতিম ও অধিকারবঞ্চিতদের জন্য কাজ করার মানসে ২০১৬ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ঈদের আনন্দ ও খুশি সমাজের অসহায় এতিম ছাত্রদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে নতুন পোশাক দেওয়া হয়।