বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeজাতীয়সখীপুরে আজ বোমা ট্রাজেডি’র ১৫ বছর

সখীপুরে আজ বোমা ট্রাজেডি’র ১৫ বছর

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে আজ বোমা ট্রাজেডি’র ১৫ বছর। উপজেলার ঐতিহ্যবাহী ফালু চাঁন শাহ (ফাইল্যা পাগলার) মাজারে ২০০৩ সালের ১৮ জানুয়ারি এই দিনে মাজারের কাছে আকস্মিক ভাবে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে মাজারের খাদেমসহ ১০ জন নিহত হন ও ১৫ জন গুরুতর আহত হন।

জানা যায়, উপজেলার দাড়িয়াপুর গ্রামে প্রতি বছরের মাঘী পূর্ণিমায় ঐতিহ্যবাহী ফালু চাঁন শাহ (ফাইল্যা পাগলার) মেলা শুরু হয়ে মাস খানেক চলে এ মেলা। ২০০৩ সালের ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে আকস্মিক ভাবে পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ওই মাজারের খাদেমসহ ১০ ভক্ত নিহত হন এবং ১৫ জন গুরুতর আহত হন। আহতের অনেকেই হাত পা ও চোখের মত মূলবান অঙ্গ হারিয়ে এখনও দুঃসহ যন্ত্রণাবহ জীবন যাপন করছেন। বহন করে বেড়াচ্ছেন বোমা হামলার সেই স্মৃতি। হামলাকারী কে তা জানা না গেলেও হামলার কয়েক বছর পর জঙ্গি সংগঠন জেএমবি এ হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর বেশ কয়েক বছর রাতে ওই মেলা নিষিদ্ধ থাকে। বর্তমানে আবার সরগরম হয়ে প্রাণ ফিরে এসেছে এ মেলার। এরপর থেকেই সিসি ক্যামেরায় পর্যবেক্ষন ও পুলিশী পাহাড়ায় চলছে এ মেলা ।

এ বিষয়ে মেলা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন মাস্টার বলেন, ‘বোমা হামলার পর মেলা কয়েক বছর বন্ধ ছিল। ভয়ভীতি কেটে যাওয়ায় গত তিন বছর ধরে ভক্তদের সমাগমে মেলার প্রাণ পূণরায় ফিরে এসেছে।

সখীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, মেলা চলাকালীন সময় সিসি ক্যামেরা ও নিñিদ্র নিরাপত্তার বলয়ে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রাখা হয়।

উল্লেখ্য, প্রায় শত বছর ধরে প্রতি বছরের মাঘী পূর্ণিমায় মেলা শুরু হয়ে মাস খানেক এ মেলা চলে। মেলায় সারাদেশ থেকে লাখো লাখো ভক্ত আশেকান তাঁদের ‘মানত’ নিয়ে মনের বাসনা পুরণের আশায় গরু,মহিষ,ছাগল, ভেড়া , হাঁস , মুরগী জবাই করে শিরণি পাঁকিয়ে সবার মাঝে বিলিয়ে দেন ও নিজেরা খান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -