সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে আনন্দ শোভাযাত্রা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সখীপুরে আনন্দ শোভাযাত্রা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম সাইফুল ইসলাম শাফলু:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় টাঙ্গাইলের সখীপুরে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শনিবার সকালে একটি বিশাল শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে এ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা রিষদের চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, ওসি মাকছুদুল আলম, উপজেলা আ.লীগ সভাপতি সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া বাদল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, তাহমিনা পারভীন মিনা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -