নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে টাঙ্গাইলের সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টায় পৌরশহরের মুখতার ফোয়ারা চত্ত¡রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের শান্তিপূর্ন কর্মসূচি পালনকালে ছাত্রলীগ তাদের ওপর হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় কালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিজার শিকদার, আন্দোলনকারী শিক্ষীর্থী নদী আক্তারসহ প্রায় ১০জন আহত হয়েছে। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।