এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সাবেক ভাইস চেয়ারম্যান বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাংগঠনিক সম্পাদক, ডেসকো’র সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তিনি আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার দাবি জানান।
প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুরের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সহ-সভাপতি ফজলুল হক বাপপা, সাজ্জাত লতিফ, সাধারণ সম্পাদক মামুন হায়দার, যুগ্ম সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, আমিনুল ইসলামসহ সখীপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।