এম সাইফুল ইসলাম শাফলু :
শাহীন স্কুল টাঙ্গাইলের সখীপুর শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ডাকবাঙলো চত্ত্বরে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার মুহাম্মদ ছবুর রেজা, পৌর মেয়র আবু হানিফ আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি মো. শহিদুল ইসলাম, স্থানীয় শাহীন স্কুলের পরিচালক অধ্যাপক শাহিন আল মামুনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকরা উপস্থিত ছিলেন।