এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো হাসি আক্তার (১৫)। সোমবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘবেড় গ্রামে এ ঘটনা ঘটে। হাসি আক্তার ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং স্থানীয় কেজিকে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
জানা যায়, সোমবার রাতে গোপনে হাসি আক্তারকে তাঁর পরিবার প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী রাত ১০টার দিকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওই কিশোরীর পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী বলেন, সংবাদ পেয়ে রাতেই হাসিদের বাড়ি গিয়ে তাঁর বাবা-মার কাছ প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না এই মর্মে মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বরপক্ষের লোকসহ বর পালিয়ে যান বলেও তিনি জানান।