সখীপুর প্রতিনিধি: সখীপুরে ৪৭ পিস ইয়াবাসহ লাবিব বিন বিল্লাল (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শুক্রবার দুপুর দুইটায় উপজেলার জেলখানা মোড়ের কুঁড়েঘর কফি হাউস থেকে ওই ইয়াবা ব্যবসায়ীকে গ্রফতার করে সখীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন মুক্তাগাছার এপিবিএন।
এ তথ্য নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসআই মিজানুর রহমান। ইয়াবাসহ গ্রেফতার হওয়া ওই যুবক উপজেলার আড়াইপাড়া গ্রামের বিল্লাল হোসেন (বিল্লাল মেম্বার) এর ছেলে।
মামলার বাদী মুক্তাগাছা এপিবিএন এর এস আই মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) এর নয় সদস্যসের একটি বিশেষ দল সখীপুর উপজেলা থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এই চক্রের আরও একজন সুমন মিয়া(৩০) পালিয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রেজাউল করিম বলেন, ইয়াবা ব্যবসায়ীর নামে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।