এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। সোমবার রাতে অভিযান চালিয়ে সখীপুর পৌর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হচ্ছে সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদ সোনা মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০) ও একই ওয়ার্ডের মৃত আসমত আলীর ছেলে মোহাম্মদ মাহবুব আলম (৩০)। মঙ্গলবার সকালে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ওসি তদন্ত মোঃ লুৎফুল কবির বলেন ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।