এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ মা ও ছেলে গ্রেফতার হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বেলতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছেলে মোহাম্মদ আতিক হাসান (২৩) পিতা-মোঃ সেন্টো মিয়া, মা আরজিনা আক্তার(৩৯) স্বামী-মোঃ সেন্টো মিয়া।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বেলতলী গ্রামে অভিযান চালিয়ে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মা এবং ছেলে গ্রেফতার হয়।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শেখ শাহিনুর রহমান বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মা ছেলেকে বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। এ অভিযান চলমান থাকবে।