এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের বেলতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- বেলতলী গ্রামের রুস্তম আলীর ছেলে সেন্টু মিয়া (৩৬), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল-আমীন (২২) এবং কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামের ময়না মিয়ার ছেলে মীর শাহআলম মিয়া (২৬)। পুলিশ এ সময় তাদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।