এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাদের নলুয়া বাজার এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-নলুয়া গ্রামের ফজলুল হকের ছেলে মো. মিজানুর রহমান (১৯) এবং হতেয়া গ্রামের মজিবর রহমানের ছেলে নবীণ হোসেন (১৮)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।