নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
শনিবার রাতে উপজেলার বড়চওনা মধ্যপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, একই এলাকার আব্দুস ছামাদের ছেলে রাসেল কবির সোহাগ (৩৬) সৈয়দ লুৎফর রহমানের ছেলে আল-আমিন (৩০)। এ সময় তাদের কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা ৩টি মোবাইল ও নগদ ৩৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার বড়চওনা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা ৩টি মোবাইল ও নগদ ৩৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারাকৃরা সখীপুর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল।